বিনোদন ডেস্ক : বিশ্ব হিন্দি সম্মেলনে বলিউড তারকা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানোর কারণটা কী? প্রশ্ন তুললেন হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক গিরিরাজ কিশোর। বৃহস্পতিবার ভারতের মধ্য প্রদেশের ভূপালে শুরু হয়েছে বিশ্ব হিন্দি সম্মেলন। উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পদ্মশ্রী সম্মানে ভূষিত গিরিরাজ কিশোরের প্রশ্ন, হরিবংশ রাই বচ্চন বড় একজন কবি ছিলেন, ঠিক কথা। কিন্তু তার ছেলেকে আমন্ত্রণ জানানো হল কেন? ভূপালেই আছেন দু’জন পদ্মশ্রী সম্মান পাওয়া লেখক। আমন্ত্রণ পাননি। সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন, এরকমও অনেকে আছেন, যাঁদের ডাকা হয়নি। বলেন গিরিরাজ। তিনি নিজেও আমন্ত্রণ পাননি।
দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির সংগ্রাম নিয়ে লেখা গ্রন্থের জন্য ২০০৭ সালে পদ্মশ্রী সম্মান পান গিরিরাজ। তার মন্তব্য, সরকারই ঠিক করে, কারা ডাক পাবেন। এরা সম্ভবত এটাকে স্রেফ সরকারি অনুষ্ঠান বলেই মনে করেন। উল্লেখ্য, ৪০টি দেশ থেকে প্রতিনিধিদের ডাকা হয়েছে এই সম্মেলনে। মোদির ভাষায়, হিন্দির মহাকুম্ভ। এদিকে খবর, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং বলেছেন, দেশের লেখকরা আসবেন, খানাপিনা করবেন, পেপার পড়বেন, চলে যাবেন। এই মন্তব্যের তীব্র নিন্দা করেন গিরিরাজ।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি