বিনোদন ডেস্ক : বলিউডের প্রক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের মতে, একজন অভিনেত্রীর জন্য গ্ল্যামারের চেয়ে পারফরম্যান্সের গুরুত্ব বেশি।
সন্তান জন্মানোর পর দীর্ঘ পাঁচ বছর পর রূপোলি পর্দায় ফিরে আসছেন ৪১ বছরের এই অভিনেত্রী। ৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘জজবা’। তারই প্রোমোতে এসে বচ্চন পরিবারের ঘরণী জানালেন, অনেকেই মনে করেছিলেন, কামব্যাক ছবিতে তিনি গ্ল্যামারাস রোলই বেছে নেবেন। কিন্তু, উল্টোটাই ঘটেছে।
এদিন ঐশ্বর্যা বলেন, তিনি ছবির জগতে এসেছিলেন মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর। তখন সকলেই মনে করেছিলেন, যেহেতু তিনি মডেলিংয়ে রপ্ত ও বিশ্বসুন্দরী হয়েছেন, তাই গ্ল্যামারাস রোল ছাড়া অভিনয় করবেন না। তাদের ধারনা ছিল, ঐশ্বর্যা মানেই গ্ল্যামার।
অভিনেত্রী যোগ করেন, কিন্তু সব ধারনাকে ভুল প্রমাণ করে তিনি মোহললাল, তাব্বু, রেবতীর সঙ্গে দক্ষিণী ছবি ‘ইরুবর’-এ প্রথম অভিনয়ের সিদ্ধান্ত নেন।
ঐশ্বর্যা জানান, তিনি চেয়েছিলেন, গ্ল্যামারের দুনিয়া থেকে আলাদা হয়ে শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে।
উল্লেখ্য, ‘জাজবা’-তে ঐশ্বর্যাকে মায়ের চরিত্রে দেখা যাবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানান, এই রোল করতে গিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন