শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২:৩১

আয়ের ভিত্তিতে ২০২৫ সালের শীর্ষ পাঁচটি হলিউড সিনেমা

আয়ের ভিত্তিতে ২০২৫ সালের শীর্ষ পাঁচটি হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো ২০২৫ সালেও শতাধিক হলিউড চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমা শুধু দর্শকের ভালোবাসাই পায়নি, বরং বিশ্বব্যাপী বক্স অফিসেও রেকর্ড আয় করেছে। 

অ্যাকশন, অ্যানিমেশন, ফ্যান্টাসি ও মিউজিক্যাল—বিভিন্ন ঘরানার এই সিনেমাগুলো বছরজুড়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে ব্যাপকভাবে। বক্স অফিস আয়ের ভিত্তিতে ২০২৫ সালের শীর্ষ পাঁচটি হলিউড সিনেমার তালিকা নিচে তুলে ধরা হলো—

১. এ মাইনক্রাফট মুভি – ৪২৩.৯ মিলিয়ন ডলার

৪ এপ্রিল ২০২৫ মুক্তি পাওয়া ‘এ মাইনক্রাফট মুভি’ বক্স অফিসে বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’-এর জগৎকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া, জ্যাক ব্ল্যাক ও এমা মায়ার্স। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনিফার কুলিজ ও ড্যানিয়েল ব্রুকস। অ্যাডভেঞ্চার ও হাস্যরসে ভরপুর এই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৪২৩.৯ মিলিয়ন ডলার।

২. লিলো অ্যান্ড স্টিচ – ৪২৩.৭ মিলিয়ন ডলার

ওয়াল্ট ডিজনি ফিচার অ্যানিমেশনের প্রযোজনায় নির্মিত ‘লিলো অ্যান্ড স্টিচ’ মুক্তি পায় ২৩ মে ২০২৫। লিলো ও তার এলিয়েন বন্ধু স্টিচের বন্ধুত্ব, হাসি-কান্না ও আবেগঘন গল্প দর্শকদের মন জয় করে নেয়। পারিবারিক বিনোদনের এই অ্যানিমেশন সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪২৩.৭ মিলিয়ন ডলার, যা একে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত করেছে।

৩. সুপারম্যান – ৩৫৪.১ মিলিয়ন ডলার

১১ জুলাই ২০২৫ মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ এই কিস্তিতে নতুন শত্রু ও চ্যালেঞ্জের মুখোমুখি হন মানবজাতির রক্ষক সুপারহিরো। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ৩৫৪.১ মিলিয়ন ডলার।

৪. জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ – ৩৩৯.৬ মিলিয়ন ডলার

২ জুলাই ২০২৫ মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ হলো জনপ্রিয় জুরাসিক পার্ক সিরিজের সপ্তম চলচ্চিত্র। স্কারলেট জোহানসন ও জনাথন বেইলি অভিনীত এই সিনেমায় জেনেটিকভাবে পুনর্জীবিত ডাইনোসরের জগৎ আবারও বড় পর্দায় ফিরে আসে। যুক্তরাষ্ট্রে একাই সিনেমাটি আয় করেছে ৩৩৯.৬ মিলিয়ন ডলার, যা একে বছরের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত করেছে।

৫. উইকেড: ফর গুড – ৩২২.৪ মিলিয়ন ডলার

২১ নভেম্বর মুক্তি পাওয়া মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড: ফর গুড’ বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে নেয়। ক্ষমতা, আত্মঅনুসন্ধান ও মুক্তির গল্পে ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন জনাথন বেইলি, আরিয়ানা গ্র্যান্ডে, সিনথিয়া এরিভো ও ইথান স্লেটার। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২২.৪ মিলিয়ন ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে