বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুদর্শন নায়ক ফেরদৌস তার নিজস্ব প্রযোজনা সংস্থা নুজহাত ফিল্ম থেকে আবারো একটি ছবি শুরু করতে যাচ্ছেন।
ফেরদৌসের নিজের লেখা গল্পে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মত হতে যাওয়া ‘পোস্ট মাস্টার-৭১’ শিরোনামে ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা আবির খান।
‘পোস্ট মাস্টার-৭১’ ছবিটির শুটিং শুরু হবে আগামী ১১ই অক্টোবর। টানা ১৫ দিন ছবিটির শুটিং হবে কুষ্টিয়ার ঈশ্বরদী এবং পাবনাতে। এরপর দ্বিতীয় এবং শেষ লটের শুটিং হবে ময়মনসিংহের মুক্তাগাছায়।
৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে যেখানে কাজ করেছেন সেখান থেকেই দেশকে পাক বাহিনীর হাত থেকে রক্ষার চেষ্টা করেছেন। এ সময় পোষ্ট মাস্টারদের অনেক ভূমিকা রয়েছে। কিভাবে পোস্ট মাষ্টাররা যুদ্ধে অংশ নিয়েছেন সেটাই তুলে ধরা হবে ছবিটির গল্পে।
আবির খান জানিয়েছেন, ‘ফেরদৌস ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছি। ৭১ এর মুক্তিযোদ্ধাদের কাহিনী তুলে ধরছি ছবিটিতে। আশা ছিল আরো আগে শুরু করার। কারণ এই ১৬ই ডিসেম্বরে মুক্তি দেওয়ার প্লান ছিল। কিন্তু দেরি হওয়ার কারণে ইচ্ছা থাকলেও হয়তো এ বছর মুক্তি দিতে পারবো না। আগামী বছর ২৬শে মার্চ ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।’
প্রযোজনা ও অভিনয় ছাড়াও ছবিটির গল্প এবং কাহিনী লিখেছেন ফেরদৌস নিজেই। ফেরদৌস ছাড়া ছবিটিতে আরো অভিনয় করতে দেখা যাবে শহিদুল আলম সাচ্চু, আল মনসুর, নিঝুম রুবিনা, রাবিনা বৃষ্টি, অভি, জুয়েলসহ আরো অনেকে।
ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছবিটি করার কথা স্বীকার করেন।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন