বিনোদন ডেস্ক : দেশ বরেণ্য গীতিকার নয়ীম গহর। যিনি রচনা করেছিলেন ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’র মতো সাড়া জাগানো বহু সংখ্যক গান। এবার এই সস্ট্রাকে চলে যেতে হলো না ফেরার দেশে।
মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে রাজধানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমএসএসইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
বরেণ্য এ গীতিকার গত বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। ছয় মাস আগে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করার কারণে তার স্মৃতিশক্তি লোপ পায়। গত মাসে তার উরুতে একটি অস্ত্রোপচারের পর সেখানে পচন ধরে। দীর্ঘদিন বিছানায় থাকায় তার পিঠেও ক্ষতের সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে বর্তমান অবস্থা বেশ গুরুতর আকার ধারণ করেছিল।
২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে তেমন কোনও সহায়তা তিনি পাননি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশেই সম্প্রতি বিএমএসএসইউ'য়ে তার চিকিৎসা শুরু হয়। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সব ব্যয়ভারও বহন করছিলেন।
নয়ীম গহর ২০১২ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে গড়ার লক্ষ্যে বিশেষ ভূমিকা ছিল এ গীতিকবির। অবদানের স্বীকৃতি হিসেবে নয়ীম গহরকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার আহ্বান জানিয়েছেন তার মেয়ে ইলোরা গহর।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন