বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০২:০৬:০০

অবশেষে মুক্তি পাচ্ছে ‘লাভলী’

অবশেষে মুক্তি পাচ্ছে ‘লাভলী’

বিনোদন ডেস্ক : আবশেষে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও তমা মির্জা জুটির প্রথম ছবি ‌‘লাভলী’। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ ছবিটির শুটিং শেষ হবার দেড় বছর পরও অনিবার্য কারণ বশত আটকে ছিলো এর মুক্তি। তবে এবার পাকাপাকিভাবে ছবিটি মুক্তির আলো দেখতে যাচ্ছে।

‘আসলে কোনো কারণ ছাড়াই ছবিটির মুক্তি এতদিন আটকে ছিলো। তবে নির্দিষ্ট করে বলতে গেলে প্রযোজকের অনিচ্ছার কারনই মুক্তির মুখ দেখেনি ‘লাভলী’। প্রয়োজক দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন তাই তিনি ছবিটির মুক্তি নিয়ে কোনো রকম পরিকল্পনা করেননি বলে জানা গেছে।

গতবছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ছবিটির টানা শুটিং হয়। ছবিটির দুইটি গানের শুটিং হয় শ্রীলঙ্কায়। প্রযোজনা করেছে দ্য রেইন পিকচার।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে