শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১২:৫২:৪৭

বড় ধরণের কৃতি গড়লেন কন্ঠশিল্পী হাবিব, বিশ্বব্যাংকের পেইজে তার গান

বড় ধরণের কৃতি গড়লেন কন্ঠশিল্পী হাবিব, বিশ্বব্যাংকের পেইজে তার গান

নিউজ ডেস্ক: বিশেষ করে তরুণদের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে কন্ঠশিল্পী হাবিব।  সম্প্রতি দারিদ্র দূরীকরণ নিয়ে একটি গান বিশ্বব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। 'আমার শষ্য শ্যামল শ্যামল দেশ, খেটে খাওয়া মানুষ আমি/ ...দারিদ্র তুমি বোকা,তোমার হলো শেষ, এই বাংলা, এই মানুষ, থাকতে জানে বেশ...  বিশ্বব্যাংক  বাংলাদেশকে ও বাংলাদেশের ২০ মিলিয়ন মানুষকে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে দূর করার প্রচেষ্টার জন্য অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি হাবিব ওয়াহিদের এই গানের মাধ্যমে দেশ এখন দারিদ্র জয় পালন করছে বলেও পেইজে লেখা হয়েছে।  গানটি লিখেছেন, শারমিন সুলতানা সুমি।

হাবিব ওয়াহিদ ওয়াহিদ নিজের ফেসবুক পেইজে লিখেছেন, এটার অংশ হতে পেরে আমি গর্বিত, নিজেকে সম্মানিত বোধ করছি।  বিশ্বব্যাংককে ধন্যবাদ জানিয়ে হাবিব বললেন, 'ধন্যবাদ বিশ্বব্যাংক আমার ওপর বিশ্বাস রাখার জন্য।'
২১ অক্টোবর,ম২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে