শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০১:৫৪:১১

মৃত্যুর ১১ বছর পর নায়িকা ববির ইচ্ছেপূরণ

মৃত্যুর ১১ বছর পর নায়িকা ববির ইচ্ছেপূরণ

বিনোদন ডেস্ক : মৃত্যুর আগে সম্পত্তির ৮০ শতাংশই নারী ও শিশুদের কল্যাণে উইল করে যান বলিউডের আলোচিত অভিনেত্রী পারভিন ববি। তবে মৃত্যুর ১১ বছর পেরিয়ে গেলেও এতদিন তার এ উইলের বৈধতা দেয়নি আদালত। সম্প্রতি সে অবস্থান থেকে সরে এসে পারভিন ববির উইলের বৈধতা অনুমোদন করা হয়েছে।

তাই পারভিন ববির সম্পত্তি নারী ও শিশুদের কল্যাণের ক্ষেত্রে ব্যয়ের পথে কোনও বাধা রইল না। ৭০ ও ৮০ এর দশকে বলিউডে গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে আলোচিত ছিলেন ববি। ২০০৫ সালে নিজের মামাকে দিয়ে ওই উইলটি তৈরি করেন তিনি। তবে এ অভিনেত্রীর বাবা দিকের আত্মীয়স্বজন এতদিন ধরে উইলটিকে মিথ্যে দাবি করে আসছিলেন।

গত সপ্তাহে তারা সে দাবি থেকে সের আসেন। তারই ফলশ্রুতিতে উইলটিকে বৈধ ঘোষণা করে বোম্বে হাইকোর্ট। পারভিন ববির সম্পত্তির মধ্যে আছে, মুম্বাইয়ের জুহুতে একটি প্ল্যাট, জুনাগড়ে একটি বাড়ি, অলংকার, ব্যাংকে গচ্ছিত ২০ লাখ রুপি। এছাড়াও বিভিন্ন খাতে বিনিয়োগ আছে ববির। উইল অনুযায়ী সম্পত্তির বাকি ২০ ভাগ পাবেন পারভিন ববির  চাচা।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে