আন্তর্জাতিক ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান এবার অন্যরকম খবর নিয়ে সংবাদের শিরোনামে আসলেন। সিনেমা পাড়ার দর্শকদের মন জয় করে এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কিছু শেখাতে চান। শাহরুখ খান এবার যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পেজে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রফেসর চার্লি জেফরি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, ভারতের সঙ্গে তাদের প্রায় ২৫০ বছর ধরে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। সেই বন্ধুত্বকে পরবর্তী পর্যায় নিয়ে যেতেই বিশ্ব সিনেমার এক কিংবদন্তি ব্যক্তিত্বকে বক্তৃতা দেওয়ার জন্য তারা এখানে আহ্বান জানিয়েছেন। বিশ্বের অন্যতম এ জনপ্রিয় অভিনেতা বিশ্ববিদ্যালয়ের নতুন কলেজে বক্তৃতা দিবেন।
এবিষয় বলিউডের বাদশা নিজে মুখ না খুললেও, তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বার্তাটি রি-ট্যুইট করেছেন। সেখানে লেখা রয়েছে শাহরুখের বক্তৃতা শোনার জন্যে টিকিট পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/