সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৭:৩২:২৪

এবার বারাক ওবামাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

এবার বারাক ওবামাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বিনোদন ডেস্ক: বিশ্বে এই মুহূর্তে  বড় তকমার অধিকারী আমেরিকার প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা। কিন্তু ভাগ্যের খেলাটা এমনই যে, তাঁকে ‘পুনর্নির্মাণ’ করলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি।

মার্কিন প্রসিডেন্ট হিসেবে ওবামার গুরুত্ব নতুন করে বোঝানোর কিছু নেই। হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ অধিবাসী ওবামার আমলে অন্য শেপ নিতে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক নতুন অধ্যায় শুরু হয় মার্কিন ইতিহাসে।

এহেন ওবামার প্রাথমিক জীবন আর মার্কিন রাজনীতিতে তাঁর উত্থান যে খুবই রোমাঞ্চকর এক কাহিনি, তা নতুন করে এবার বারাক ওবামাকে নিয়ে তৈরী হবে চলচ্চিত্র (ভিডিও)বলার কিছুই নেই। সেই কাহিনিকে চলচ্চিত্রায়িত করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত পরিচালক।

বিক্রম গাঁধী নামের এই তরুণ পরিচালক ওবামার জীবনের ‘হয়ে ওঠা’ পর্বটিকেই ক্যমেরাবন্দি করেছেন তাঁর ‘ব্যারি’ নামের বায়োপিকটিতে। ১৯৮১ সালের ‘ফল’ থেকে শুরু হচ্ছে ছবির চিত্রনাট্য, যে সময়ে ওবামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করছেন। এর আগে নিউ জার্সির বাসিন্দা বিক্রম ‘কুমারে’ নামের একটি তথ্যচিত্র তুলে নজর কেড়েছেন ফিল্মরসিকদের। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি ‘ব্যারি’-র টিজারটি শেয়ার করলেন একদা-সাংবাদিক বিক্রম।

জানা গিয়েছে, ‘ব্যারি’-র পটভূমিকা ১৯৮০-র দশকের ক্রাইম-দীর্ণ নিউ ইয়র্ক, যেখানে তরুণ ওবামা পা রাখছেন। টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার সম্পন্ন হয়েছে।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে