বিনোদন ডেস্ক : মোশারফ করিম ভালোবাসেন ফারিয়াকে। কিন্তু ফারিয়া হচ্ছেন তাহসান ভক্ত। কি আর করার। প্রেমিকার মন জয় করতে তাহসানকে নকল করতে বাধ্য হোন মোশারফ করিম। এছাড়া তার কাছে অন্য কোনো উপায়ও ছিলো না।
এদিকে ফারিয়া তাহসানের অন্ধ ভক্ত। তাহসানের জন্য সে সব করতে পারে। অন্যদিকে প্রেমিকা ফারিয়ার তাহসান ম্যানিয়া নিয়ে বেজায় বিপাকে পড়েছেন মোশাররফ করিম।
তাই প্রেমিকার মন পেতে নিজেই মুঠোফোনে তাহসান সেজে ফোন দেন। নকল তাহসান হয়ে মুঠোফোনে প্রেম চলে মোশাররফ করিমের। নিজেকে তাহসান হিসেবে প্রতিষ্ঠা করতে অনেক মিথ্যের আশ্রয় নেন তিনি।
এভাবে চলতে চলতে একটা সময় মোশাররফ করিম অনুধাবন করেন, তিনি যা করছেন সবই অন্যায়। বিবেকের তাড়নায় ফারিয়ার কাছে সব কিছু স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান তিনি। ক্ষমা করতে রাজি হয়, তবে নিঃশর্ত নয়। কঠিন এক শর্ত জুড়ে দেন তাহসান ভক্ত ফারিয়া। তারপর অন্য এক নাটকীয়তায় মোড় নেয়।
ঈদের বিশেষ নাটক ‘আজ শুভদিন’র গল্প এমনই। এর গল্প ভাবনা ইফফাত জাহান। চিত্রনাট্য করেছেন মুহাম্মদ আবু রাজিন। রচনা ও পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। নির্মাণ হয়েছে ফোর ডি কমিউনিকেশন্সের ব্যানারে। সদ্য শ্যুটিং শেষ হওয়া এই নাটকের নির্বাহী প্রযোজক রেজাউল হক রেজা।
পরিচালক জানান, এখন নাটকটির সম্পাদনার কাজ চলছে। আসছে ঈদের চতুর্থ দিন রাত ৮টায় এটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন