বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১১:৩৯:১৩

ঢাকায় আসছেন সুনিধি চৌহান, সাথে থাকবেন হাবিব

ঢাকায় আসছেন সুনিধি চৌহান, সাথে থাকবেন হাবিব

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। এর আগে একাধিকবার বাংলাদেশে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও ঢাকায় আসছেন তিনি। এ সময় 'উইন্টার বস্নাস্ট-২০১৫ ঢাকা' শীর্ষক এক কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। আগমী ৬ নভেম্বর বসুন্ধরা সিটির 'নবরাত্রি' হলে কনর্সাটটি অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধা ৭টা থেকে সঙ্গীত পরিবেশন শুরু হবে। এই পরিবেশনা চলবে গভীর রাত পর্যন্ত। কনসার্টটি আয়োজন করেছেন ইনসেপশন।

জানা যায়, এই কনসার্টে সুনিধি চৌহানের সাথে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। দুই দেশের দুই জনপ্রিয় সংগীত শিল্পী এই শীতে ছড়াবেন সুরের উত্তাপ। ইতিমধ্যে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

অন্যদিকে হাবিব প্রায় দুই মাস ধরে দেশের বাইরে অবস্থান করছেন। লার্ক ইভেন্টের আয়োজনে বার্মিংহামের বার্কলেকার্ড এরিনায় ২৬ আগস্ট দর্শক শ্রোতারা মুগ্ধ হন তার পরিবেশনায়। অন্যদিকে কানাডার কয়েখটি মঞ্চে গানের সুরে মাতাবেন তিনি।

সর্বশেষ গত ১৬ এপ্রিল সুনিধি 'সুনিধি চৌহান লাইভ ইন কনসার্ট'-এ গান গাইতে ঢাকায় এসেছিলেন। ওই সময় তার সফরসঙ্গী ছিলেন অনুপম রায়। রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন তারা। ছিন্নমূল শিশুদের সহায়তার জন্য ওই কনসার্টটির আয়োজন করা হয়েছিল।

সুনিধি চৌহান এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন। তবে এবারকার কনসার্টে তিনি 'ছালিয়া ছালিয়া', 'দিদার দে দিদার দে', 'পেহলিবার মোহাব্বাত কি হে', 'ক্রেজি কিয়া রে', 'ক্রেজি গার্ল', 'অ্যাসা মেরা পেয়ার হে', 'থোরা থোরা', 'হ্যায় মেরা দিল', 'ধুম ধুমাক্কা' এবং 'অ্যাসা জাদু ডালারে'সহ আরো বেশ কয়েকটি গান গাইবেন বলে জানা গেছে।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে