বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ১২:৩৫:৪৮

মুম্বাইয়ের রেস্টুরেন্টে বোকা বনে গেলেন ফারুকী-তিশা

মুম্বাইয়ের রেস্টুরেন্টে বোকা বনে গেলেন ফারুকী-তিশা

বিনোদন ডেস্ক : ডুব ছবির কাজে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন মুম্বাইয়ে। মঙ্গলবার সেখানে নুসরাত ইমরোজ তিশাও পৌঁছেছেন। তবে মুম্বাইয়ের এক রেস্টুরেন্টের ওয়েটারকে বোকা বানাতে গিয়ে রীতিমতো নিজেই বোকা বনে গেছেন ফারুকী।

ঘটনাটা কি?  কি এমন ঘটেছিল? তাও জানালেন বাংলাদেশের স্বনামধণ্য নির্মাতা ফারুকী। তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে গোটা ঘটনাটি উল্লেখ করে একটি পোস্ট দেন। নিন্মের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘যে ইতিহাস কোনো পত্রিকা লিখবে না। পত্রিকা শুধু লিখবে বাংলাদেশে কিছু হচ্ছে না, হবে না, কিছু করার ট্রাই করোও না। স্রেফ দর্শক হয়ে থাকো, ভোক্তা হয়ে থাকো । এবং আমরাও মিডিয়ার কথায় সম্মত হয়ে যুগের সাথে তাল মেলানোর জন্য ভোক্তার খাতায় নাম লেখাই। তা খাদ্য যে মানেরই হোক।

ডুব ছবিতে ইরফান খানের ডাবিংয়ের কাজে মুম্বাইতে বেশ কিছুদিন । আজকে এই ছবিরই আরেক প্রধান পাত্রী তিশাও এসেছে এখানে। সন্ধ্যায় আন্ধেরীর স্টুডিও পাড়ার বোরা বোরায় খেতে গেলাম আমি, তিশা, মোস্তাফির সাঈদ এবং সিনেমাটোগ্রাফার বন্ধু তপন বসু মাত্রই যে সুজয় ঘোষের কাহানী টু'র শুটিং করলো। আসল গল্পে যাওয়ার আগে তাকে অভিনন্দন জানাই তার প্রথম ছবির কাজ দারুন ভাবে শেষ করার জন্য ।

তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। ওয়েটার এসে অর্ডার নিচ্ছে, এটা সেটা এনে দিচ্ছে। যখনই সে কাছে আসে বাংলায় কথা বলা শুরু করি যাতে ওয়েটার না বুঝতে পারে। আধা ঘন্টা পর আবিষ্কার করা গেলো আমাদের সকলই ছিলো পন্ডশ্রম ।

ওয়েটার মুম্বাইয়ের ছেলে হলেও আদি বাড়ি কলকাতা। ফলে বাংলা বোঝে। শুধু বাংলা বোঝেই না, বাংলাদেশ সম্বন্ধেও ধারনা আছে। বাংলাদেশ সম্বন্ধে শুধু ধারনাই আছে তা না, বাংলাদেশের টিভি ফিল্ম তার এবং তার বন্ধুদের মুখস্থ । তারপর বললো সে এবং তার অনেক বন্ধু তিশার ভক্ত । আমি ভাবলাম সামনে পেয়ে খুশী করার জন্য বলছে।

এবার সে মোবাইল বের করে দেখিয়ে দিলো ক্যারাম, মনফড়িংয়ের গল্প সহ অসংখ্য ক্লিপ । এইসব সে এবং তার বন্ধুরা সযত্নে সেভ করে রেখেছে মোবাইলে।’
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে