বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১১:৫৯:৪২

অমিতাভের ইচ্ছাতেই সুজয়ের ছবিতে ফের নওয়াজ

অমিতাভের ইচ্ছাতেই সুজয়ের ছবিতে ফের নওয়াজ

বিনোদন ডেস্ক: ‘কহানি’ সিনেমাটিতেই বলিউডে নিজের অবস্থান একে বারে মজবুত করে নিয়েছেন। আবার তাকে দেখা যাবে সুজয় ঘোষের ছবিতে। তবে তার এই সফলাতার রসায়নের পিছনে আর একজন থেকেই গেলেন। তিনি হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্ছন। অমিতাভের ইচ্ছাতেই সুজয়ের ছবিতে নওয়াজের অভিনয়ের সুযোগ হয়েছে।

জানা গিয়েছে, সুজয় ঘোষের কাছে নওয়াজের সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করে বিগ বি৷ সেইমতো একটি চিত্রনাট্য লেখেন সুজয়৷ যেখানে অমিতাভ ও নওয়াজউদ্দিন, দু’জনেই থাকবেন গুরুত্বপূর্ণ দুই চরিত্রে৷ বলিউড পাড়ার খবর, এ ছবিও একটি থ্রিলারই হতে চলেছে৷

বরাবরই তরুণ অভিনেতাদের স্বীকৃতি দেন বিগ বি৷ কঙ্গনা রানাওয়াত জাতীয় পুরস্কার পাওয়ার পর বলেছিলেন, এরকম একজন অভিনেত্রী যে ইন্ডাস্ট্রিতে আছেন, সেই ইন্ডাস্ট্রিতে থাকতে পেরে তিনি গর্বিত৷ এতটাই উৎসাহ দেন তিনি৷ সম্প্রতি কঙ্গনা ও বিগ বি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন৷

নওয়াজউদ্দিনের মতো শক্তিশালী অভিনেতার সঙ্গে কাজেরও ইচ্ছেপ্রকাশ করেন তিনি৷ তরুণ অভিনেতার পাশে দাঁড়িয়ে, নিজেকে আরও একবার বাজিয়ে নিতে চান বিগ বি৷ আর নওয়াজ এ সুযোগ পেয়ে জানাচ্ছেন, বিগ বি সঙ্গে কাজের সুযোগ মানে, তার কাছে স্বপ্নপূরণ হওয়ার মতো একটি বিষয়।

আপাতত রইস ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন নওয়াজ৷ এ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে৷ সব ঠিকঠাক চললে এবছরই অমিতাভের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হবে নওয়াজের৷
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে