বিনোদন ডেস্ক : ১৫ অক্টোবর বিশ্বের অন্যতম জনপ্রিয় যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দেবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পেজে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রফেসর চার্লি জেফরি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। সেই বন্ধুত্বকে পরবর্তী পর্যায় নিয়ে যেতেই বিশ্ব সিনেমার এক কিংবদন্তি ব্যক্তিত্বকে বক্তৃতা দেওয়ার জন্য তারা এখানে আহ্বান জানিয়েছেন।
এবিষয় বলিউডের বাদশা নিজে মুখ না খুললেও, তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বার্তাটি রি-টুইট করেছেন। সেখানে লেখা রয়েছে শাহরুখের বক্তৃতা শোনার জন্যে টিকিট পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি