শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০৮:১৬:৪০

বাংলাদেশি সেই নাসিমাকে নিয়ে সিনেমা তৈরি করবে জাপান

বাংলাদেশি সেই নাসিমাকে নিয়ে সিনেমা তৈরি করবে জাপান

বিনোদন ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী সার্ফার নাসিমার সার্ফিং জীবন ও কক্সবাজারের সার্ফিং নিয়ে নির্মিত হলো প্রামাণ্য সিনেমা ‘নাসিমা’। এটির প্রদর্শনী হবে জাপানের টোকিওতে প্রামাণ্যচিত্র উৎসব টোকিও ডকসের ষষ্ঠ আসরে। আগামী ৬ নভেম্বর শুরু হবে এই আয়োজন।

গত বছর টোকিও ডকসের পঞ্চম আসরে ‘কালারস অব এশিয়া’ ডকুমেন্টারি প্রস্তাবনার প্রতিযোগিতায় এশিয়ার অসংখ্য গল্পের মধ্যে চারটি প্রযোজনা অর্থ পুরস্কার পায়। ‘নাসিমা’ এর মধ্যে অন্যতম। এরপর টানা একবছর কাজ শেষে সম্পন্ন হয় ছবিটি।

আরিফুর রহমান ও বিজন পরিচালিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের গুপী-বাঘা প্রোডাকশনস লিমিটেড ও জাপানের টেলিকম স্টাফ।
২৯ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে