শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ১১:১৮:৩৮

বাঙালির ঘরে এলো আরো একটি বিদেশি সিরিজ

বাঙালির ঘরে এলো আরো একটি বিদেশি সিরিজ

বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’। এটি এবার বাংলায় ডাবিং হয়ে ‘সিনড্রেলার বোন’ নামে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন কর্তৃপক্ষ। তারা জানায় আগামীকাল ৩০ অক্টোবর থেকে এটির প্রচার শুরু হচ্ছে।

কিম গাই  ওয়াংয়ের রচনা কিম ইয়াং জো’র পরিচালনায় এতে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি তারকা চুন জং-মিউং, এসইও উ প্রমুখ। ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’ ক্লাসিক পরীর কাহিনি থেকে একটি আধুনিক গল্পের রুপান্তর। এর কাহিনিতে উঠে এসেছে মূলত এক বোন ও  সৎ মায়ের নিষ্ঠুর চিত্র। ‘সিনড্রেলার বোন’ আরটিভিতে প্রচার হবে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৭টা ৪০ মিনিটে।

এদিকে দেশীয় টিভিতে সম্প্রতি বেশ কিছু বিদেশি ধারাবাহিক শুরু হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে টিভি নাটক নির্মাতা ও কলা ‍কুশলীদের মধ্যে। ইতোমধ্যে তারা রাস্তায় নেমে প্রতিবাদও করেন। তবে এর বিপরীত মতও রয়েছে অনেকের।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে বেশ কিছু বিদেশি টিভি সিরিজ এদেশে জনপ্রিয়তা পায়। সম্প্রতি দীপ্ত টিভিতে জনপ্রিয়তা পেয়েছে তুরস্কের ‘সুলতান সুলেমান’। এরপর মাছরাঙা টিভি ‘সোর্ড অব টিপু সুলতান’ ও জিটিভি ‘আলিফ লায়লা’ নতুন করে প্রচারের ঘোষণা দেয়। এবার আরটিভি জানালো ‘সিনড্রেলার বোন’ সম্প্রচারের কথা।
২৯ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে