রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৩:৫৩:৫১

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

অনিন্দ্য মামুন: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ঢাকাই ছবিতে দীর্ঘদিন রাজত্ব করেছেন এ তারকা। বর্তমানে হাতে ছবির ব্যস্ততা না থাকায় টিভি নাটকেই বেশি দেখা যাচ্ছে তাকে। তবে নাটকের ব্যস্ততা থাকলেও তা কেবল উৎসব কেন্দ্রিকই দেখা যায়। মূলত স্বামী, সন্তান ও সংসার নিয়েই যেন বেশি ব্যস্ততা তার। নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

প্রশ্ন: এক সময়ে সিনেমার জনপ্রিয় নায়িকা ছিলেন। এখন অভিনয় করছেন নাটকে। নিজেকে কোন মাধ্যমের লোক ভাবতে বেশি ভালো লাগে?

উত্তর: আমার মতে একজন অভিনয় শিল্পী অভিনয়ের ক্ষেত্রে কখনও বিভাজন করেন না। নাট্যাঙ্গন বা চলচ্চিত্রাঙ্গন যে মাধ্যমেই হোক যদি অভিনয়ের সুযোগ থাকে তাহলেই সে খুশি। আমি সিনেমার মানুষ না নাটকের এ চিন্তা কখনও মাথায় আসেনি। আমি মূলত একজন অভিনেত্রী।

প্রশ্ন: অভিযোগ রয়েছে বর্তমানের নাটকে দর্শকরা গল্প খুঁজে পান না। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

উত্তর: এ অভিযোগের সঙ্গে আমিও একমত। তবে সব নাটকই যে গল্পহীন তা কিন্তু নয়। ভালো-মন্দ নিয়েই বর্তমানে নাটক তৈরি হচ্ছে। তবে অনেক চ্যানেল থাকার কারণে ভালো মানের গল্পের নাটকগুলোও দর্শকদের দেখা হয় না। এটা সত্যি, এখন ভালো গল্পের চেয়ে নামমাত্র গল্প নিয়ে নাটক বেশি নির্মাণ হচ্ছে। এ ছাড়াও নাটকগুলো কেমন যেন একটা সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে যাচ্ছে।

প্রশ্ন: এ সিন্ডিকেট ভাঙার উপায় কি অভিনয়শিল্পীদের হাতে নেই?

উত্তর: নেই বলেই মনে হয়। এখন তো বিশ্বায়নের যুগ। এ যুগে সব কিছুই ব্যবসায়িক দৃষ্টিতে দেখা হয়। তাই শিল্পের চেয়ে ব্যবসাটাই বড়। শিল্পটা এখন ব্যবসায়ীদের হাতেই চলে গেছে। আর ব্যবসায়ীরা শিল্পের চেয়ে ব্যবসার দিকটাই বেশি চিন্তা করছেন।

তাদের উচিত শিল্পকে বাঁচিয়ে রেখে ব্যবসা করা। কারণ শিল্প না বাঁচলে এ সেক্টরে তাদের ব্যবসাও হবে না। তবে অভিনয় শিল্পীরা সম্মিলিত হয়ে উদ্যোগ নিলে কিছু একটা পরিবর্তন আসতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

প্রশ্ন: নতুন ছবি কিংবা টু বি কন্টিনিউ ছবির খবর কী?

উত্তর: নতুন কোনো ছবির খবর আপাতত নেই। কোনো খবর থাকলে অবশ্যই সবাইকে জানাব। টু বি কন্টিনিউ ছবিটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এতে আমি আমার কাজ শেষ করেছি। যতদূর জানি ছবিটির শুটিং, ডাবিং সব কিছুই শেষ হয়ে আছে। এখন কেবল মুক্তির প্রতীক্ষায়। পরিচালকই জানেন টু বি কন্টিনিউ কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসবে।-যুগান্তর

৩০ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে