বিনোদন ডেস্ক : অর্পণা ঘোষ। তিনি লাক্সতারকা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ছোট ও বড়পর্দায়। তবে এই তারকা ছোট এবং বড়পর্দাতে সমানতালেই জনপ্রিয়। ইতোমধ্যে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র আলোচক বা সমালোচকদের নজরেও তিনি একজন গুণী অভিনেত্রীর কাতারে রয়েছেন।
দেখা যাচ্ছে অপর্ণা যে কাজেই হাত দিচ্ছেন, তাতেই তিনি শতভাগ সফল হচ্ছেন। তিনি অভিনয়শৈলীর গুণে একের পর এক সার্থক নাটক ও সফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়ে চলছেন। উভয় পর্দাতেই অপর্ণার জয়জয়কার।
চিত্রনাট্যের প্রয়োজনে কখনো অপর্ণা হচ্ছেন সদাহাস্যোজ্জ্বল একজন তরুণী, অাবার কখনো দাম্ভিক! কখনো বা সাদামাটা নারীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে চলছেন।
এদিকে গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে অপর্ণা অভিনীত ধারাবাহিক নাটক 'হাউজ নম্বর ৪৪'। এটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
শহরের একটি পরিবার ও কয়েকজন ব্যাচেলর তরুণের আনন্দ-বেদনা নিয়ে 'হাউজ নম্বর ৪৪' -এর পটভূমি গড়ে উঠেছে। এ ধারাবাহিকে অপর্ণার চরিত্রের নাম তোহা। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন।
চরিত্রটি উপভোগ করছেন কিনা জানতে চাইলে অপর্ণা বলেন, 'আমি অভিনেত্রী না হলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেয়ার ইচ্ছে ছিল। তাই চরিত্রটাকে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। নাটকে আমার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। পরিবারের অনেক সিদ্ধান্ত আমাকে নিতে হয়। আমার ছোট দুই বোন জোহা ও মোহা আর এক ছোট ভাই মাহিন আছে।'
'হাউজ নম্বর ৪৪' ধারাবাহিকটি ছাড়াও বর্তমানে অপর্ণা অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- 'আদর্শলিপি', 'অপূর্বা', 'পল্টা হাওয়া', 'রাব্বু ভাইয়ের বউ' প্রভৃতি। এ ছাড়া আরো কিছু ধারাবাহিকে অভিনয়ের ব্যাপারে তার কথাবার্তা চলছে।
এদিকে, অপর্ণা 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘টুবি কন্টিনিউড’, 'মৃত্তিকা মায়া', 'মেঘমল্লার' ও 'সুতপার ঠিকানা' নামের ছবিগুলোতে অভিনয় করে অগণিত দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় অপর্ণা এবার 'ভুবন মাঝি' নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এটি পরিচালনা করবেন আরেফিন। এতে অপর্ণা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন