 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : ভারতীয় পরিচালকদের ডিনার পার্টিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে তিকে নিয়ে চলছে সমালোচনার ঝড়।
জানা গেছে, সোমবার রাতে অনুষ্ঠিত ঐ উপস্থিত হন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। এদের মধ্যে ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, নাসির উদ্দিন দিলু, শাহ্ আলম কিরণ, অভিনেতা ওমর সানী, কেয়া, পরীমনি, কুসুম শিকদার, ববি হক, সুবর্ণা মোস্তফা এবং সংঙ্গীতশিল্পী কনা, কোনালসহ আরো অনেকে।
তবে সমালোচনা চলছে শুধু পরীমনিকে নিয়ে। কারণ কিছুদিন আগেই বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শন বন্ধের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন এ নায়িকা। আর মাত্র কিছুদিন পরেই ভারতীয় পরিচালকদের ডিনার পার্টিতে গিয়ে ধন্য হলেন পরী। শোনা যাচ্ছে, খুব শীগ্রই তাকে বলিউডেও দেখা যেতে পারে।
তবে পরীমনির এ দ্বিমুখীতা পছন্দ করছেন না তার ভক্তরা। অনেকেই ফেসবুকে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ তুলছেন আরও ভয়াবহ অভিযোগ!-টক্কিজবিডি
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন