বিনোদন ডেস্ক: এবার গানে গানে দারিদ্র্য বিমোচনের বার্তা ছড়িয়ে দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। সম্প্রতি তিনি ইউটিউবে নিয়ে আসলেন 'এই বাংলা এই মানুষ' শিরোনামে নতুন একক গানের মিউজিক ভিডিও।
এই গানটি লিখেছেন শারমিন সুলতানা সুমি। সুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই। গানটির ভিডিও পরিচালনা করেছেন মারুফ রায়হান। মিউজিক ভিডিওতে ফুটে উঠেছে বাংলাদেশের সর্বস্তরের পেশার মানুষের জীবনচিত্র।
হাবিব বলেন, 'দারিদ্র্যমুক্ত হওয়ার পথে বাংলাদেশের অগ্রগতি উদযাপনের পাশাপাশি সামগ্রিক উন্নতির জন্য সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গানটি করা। এটি আমার জন্য বড় একটি পাওয়া। এ গানের সুবাদে গ্রাম-বাংলার খেটে-খাওয়া মানুষের খুব কাছাকাছি আমি যেতে পেরেছি। তাদের সম্পর্কে জানতে পেরেছি অনেক কিছু। গানটি তৈরি হয়েছে বিশ্বব্যাংকের উদ্যোগে।'
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস