বিনোদন ডেস্ক : বিলউডের প্রখ্যাত নির্মাতা মুকেশ ভাট বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য ছবিও নির্বাচন করে ফেলেছেন। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে সম্প্রতি সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ‘রাজকাহিনী’। মুকেশ ভাট এই ছবিটিই হিন্দিতে রিমেক করবেন বলে ঠিক করেছেন।
জানা গেছে, মুকেশ ছবিটির নাম পরিবর্তন করে রাখবেন ‘লাকির’। ছবিটি পাকিস্তান এবং বাংলাদেশে মুক্তির ব্যাপারেও পদক্ষেপ নিবেন।
‘লাকির’ যৌথভাবে প্রযোজনা করবেন মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস ও শ্রী ভেঙ্কটেশ।
ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা বলেন, ‘তিনি (মহেশ ভাট) বাংলাদেশ ও পাকিস্তানের উর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলতে চান, যাতে ওই দুটো দেশে ‘রাজকাহিনী’ মুক্তি পায়।
ছবিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয়। বিদ্যা বালান এবং আলিয়া ভাট থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান। পুজা উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে ছবিটি।
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন