বিনোদন ডেস্ক : ম্যাগাজিনের ফটোশ্যুট দিয়ে শবনম ফারিয়ার শুরু হয়ে ছিলো শোবিজ অঙ্গনে পথচলা। এরপর বিজ্ঞাপন। তারপর অভিনয়। দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার লক্ষ্য ভিন্ন। তিনি চান এমন কিছু করতে যাতে সারা জীবন এরই মাঝে তিনি বেঁচে থাকেন।
হয় তো শবনম ফারিয়ার স্বপ্নটা পাহাড় সমান। তবুও তিনি এগিয়ে যেতে চান বহুদূর। অভিনয় দিয়ে জয় করে নিতে চান দর্শক হৃদয়। তাই সেলুলয়েডের পর্দাই তার শেষ ঠিকানা।
এ বিষয়ে শবনম ফারিয়ার ভাষ্য, ‘নাটক নয়, সিনেমাই বেঁচে থাকে। নাটকের টার্গেট অডিয়েন্স আছে, চলচ্চিত্র সর্বজনীন। সব মিলিয়ে নাটকের চেয়ে সিনেমার গুরুত্ব অনেক বেশি। তাই এমন একটি চলচ্চিত্রে অভিনয় করতে চাই, যার মাধ্যমে শবনম ফারিয়া চিরদিন বেঁচে থাকবে’।
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন