বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:৫৬:৩৯

এবার ‘তলোয়ার’ দেখতে চান প্রণব মুখার্জি

এবার ‘তলোয়ার’ দেখতে চান প্রণব মুখার্জি

বিনোদন ডেস্ক: বলিউডের ‘পিকু’ সিনেমাটি দেখেছিল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তবে এবার ‘পিকু’ সিনেমাটির পর রাষ্ট্রপতি ভবনে হতে চলেছে ‘তলোয়ার’-এর স্পেশাল স্ক্রিনিং। ঘনিষ্ঠ সূত্রের খবর,  ‘তলোয়ার’ পরিচালক মেঘনা গুলজারের কাছে ছবিটি দেখতে চান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেকারণে আগামী ২৫ শে অক্টোবর রাষ্ট্রপতি ভবনে ‘তলোয়ারের’ সিনেমাটি প্রদর্শনের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন পরিচালক।

২০০৮ সালের মে মাসে নয়ডার জোড়া হত্যাকাণ্ডের খবরে থমকে গিয়েছিল গোটা ভারত। বাস্তবের সেই নৃশংস হত্যা কাহিনি ক্যামেরায় বন্দি করেছেন মেঘনা গুলজার। তবে গোটা দেশ, এই ঘটনাকে যেভাবে দেখতে অভ্যস্ত, এ ছবি তা একটু অন্যরকম করে দেখানো হয়েছে৷ অর্থাৎ আরুষির বাবা-মা’র দৃষ্টিভঙ্গি থেকে বোনা হয়েছে পুরো ঘটনাটিকে৷ ছবিতে আরুষির বাবা-মা’র চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা ও সোহম শাহকে৷ এছাড়া তদন্তকারী অফিসারের ভূমিকায় ইরফান খান৷

আর সেরিব্রাল ছবিটি এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্স-অফিস। সাধারণত এমন ছবির ক্ষেত্রে সিনেমা হলের বাইরে হাউসফুলের ট্যাগ ঝোলানো থাকে না। কিন্তু এই ছবিতে বইছে উল্টো গঙ্গা। বক্স-অফিস কালেকশন তো তাই বলছে। এক কথায় দর্শকের মনে আঘাত করতে পেরেছে ‘তলোয়ার’।
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে