বিনোদন ডেস্ক : বলিউডের তাদের যে নামে চেনেন আপনারা আসলে কিন্তু তাদের বাবা-মার দেওয়া ছিল ভিন্ন। মানে তাদের পরিবার থেকে যে নাম দিয়েছিলেন তার সঙ্গে কোনও মিলই নেই এদের ‘স্ক্রিন’নামের। জেনে নিন কিছু বলিউড তারকাদের আসল নাম...
অমিতাভ বচ্চন : আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব।
হৃতিক রোশন : আসল নাম হৃতিক নাগরথ।
অজয় দেবগন : আসল নাম বিশাল দেবগন।
রেখা : আসল নাম ভানুরেখা গণেশন।
জন আব্রাহাম : আসল নাম ফারহান আব্রাহাম।
গোবিন্দা : আসল নাম গোবিন্দ অরুণ আহুজা।
রণবীর সিংহ : আসল নাম রণবীর ভাবনানি।
প্রীতি জিনতা : আসল নাম প্রিতম সিংহ জিনতা।
মিঠুন চক্রবর্তী : আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
শাহিদ কাপূর : আসল নাম শাহিদ খট্টর।
সানি লিওন : আসল নাম কর্ণজিৎ কউর ভোরা।
৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি