শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১২:২৪:০৬

মুক্তি পেল সেই নায়লার ছবি, তবে নেই নায়লা!

মুক্তি পেল সেই নায়লার ছবি, তবে নেই নায়লা!

বিনোদন ডেস্ক : শোবিজ জগতে অমিত সম্ভাবনাময়ী অভিনেত্রী ছিলেন নায়লা। তিনি একাধারে মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা ছিলেন। অথচ এত সম্ভাবনা থাকার পরও তিনি অজানা এক কারণে চলতি বছরের ২০ মার্চ নিজ বাসায় আত্মহত্যা করেন।

সেই নায়লা অভিনীত সিনেমা ‘সুরিনগর’ অাজ (শুক্রবার) মুক্তি পেয়েছে। ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের ৫টি সিনেমা হলে মুক্তি দেয়া হয়।

‘সুরিনগর’ নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া। যিনি এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন টেলিভিশনের জন্য একাধিক অনুষ্ঠান ও ডকুড্রামা নির্মাণ করেছেন। বাংলাদেশের জন্য এটি তার প্রথম নির্মাণ। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ও লন্ডনে এ ছবির দৃশ্যধারণের কাজ হয়। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নায়লা।

নায়লা লোকনাট্য দলের সদস্য ছিলেন। তিনি মঞ্চে অভিনয়ের পাশাপাশি ‘ললিতা’, ‘পা রেখেছি যৌবনে’, ‘অ-এর গল্প’, ‘মুম্বাসা’সহ বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। এছাড়াও তিনি নিয়মিত উপস্থাপনা করতেন বিভিন্ন টিভি চ্যানেলেও।

‘সুরিনগর’ পাক্ষিক আনন্দ আলো প্রযোজিত প্রথম ছবি। পরিচালক মিনহাজ কিবরিয়া এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই উদ্বেলিত। পরিচালক এবং অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবেই বলব ‘সুরিনগর’ অসাধারণ একটি সিনেমা হয়েছে। দর্শকেরা খুবই পছন্দ করবেন। বিশেষ করে তরুণদের পছন্দের ছবি হয়ে উঠবে ‘সুরিনগর’।

নির্মাতা আরও বলেন, ‘এ ছবির কাহিনিতে গতি ও উত্তেজনা আছে। সেই সঙ্গে আছে কারিগরি উৎকর্ষতাও। ঢাকা ও লন্ডনের শ্যুটিং করার কারণে আন্তর্জাতিক একটা আবহ পাওয়া যাবে এ ছবিতে। যদিও অকাল প্রয়াত নায়লাসহ ছবির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই নতুন, কিন্তু তারা অসাধারণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রে ‘সুরিনগর’ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে রেজানুর রহমান বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে পাক্ষিক আনন্দ আলো ছবি প্রযোজনায় এসেছে। ‘সুরিনগর’ তারই প্রথম পদক্ষেপ। এ ছবিটি দেখার জন্য সবাইকে প্রেক্ষাগৃহে যেতে অনুরোধ করছি। প্রশ্ন উঠতে পারে কী আছে ‘সুরিনগরে’? কেন দর্শক হলে যাবেন এ ছবি দেখতে? বিনয়ের সঙ্গে সবাইকে বলতে চাই, ‘সুরিনগর’ অনেক ভালো একটি ছবি হয়েছে। এটি আপনাদের ভালো লাগবেই।’

‘সুরিনগর’ ছবিতে নায়লা ছাড়াও অভিনয় করেছেন নীপা, মিজানুর রহমান, কাজল দাস, পুলক হায়দার, ফয়সাল খান, মারজান নিসা, নাজাত প্রমুখ।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে