শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১০:২৮:৫৭

সেই মামলায় এবার নায়িকা শতাব্দী রায়কে তলব

সেই মামলায় এবার নায়িকা শতাব্দী রায়কে তলব

বিনোদন ডেস্ক : ফের সারদার বিড়ম্বনায় মমতার তৃণমূল কংগ্রেস। সাংসদ শতাব্দী রায়কে জেরার জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো। এমনটাই জানা গেছে সূত্র মারফত।

সারদা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের যোগসাজশের কথা নতুন নয়। এর আগে ঘাসফুল শিবিরের একাধিক নেতা-মন্ত্রী এবং সাংসদ শ্রীঘরে গিয়েছিলেন সারদার কৃপায়। যদিও এই মুহূর্তে তাঁরা সকলেই জামিনে মুক্ত। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ে একসময় সারদা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।

এদিন সিবিআইয়ের নোটিশের বিষয়ে জানার জন্য তাঁর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ল্যান্ড লাইন নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে জানিয়ে দেওয়া হয় যে তিনি ঘুমিয়ে পড়েছেন।

সারদা প্রতারিতদের স্বার্থে আদালতে মামলা করেছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। শতাব্দী রায়কে সিবিআই তলবের বিষয়ে তিনি বলেছেন, “এটা তো তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া। মোদী-মমতা আঁতাতের কারণে এই তদন্ত ঢিমেতালে চালাচ্ছিল সিবিআই। আদালতের নজরদারি রয়েছে বলেই শতাব্দী রায়কে তলব করা হয়েছে।” -কলকাতা২৪।
১১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে