শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১২:৫৫:১০

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

বিনোদন ডেস্ক : ২৩ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কমিটির মেয়াদ। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। তাই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে চলচ্চিত্রকার আমজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মৌখিক ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। এ ঘোষণার কিছুদিন পর পরিচালক সমিতিতে একটি বেনামি চিঠি এসেছে বলে জানা গেছে।

ওই চিঠিতে আমজাদ হোসেনের বিষয়ে নানা সমালোচনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সদস্যদের তার প্যানেলের কাছ থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্তকারীরা বেনামে চিঠি পাঠিয়ে নানা কথা ছড়াচ্ছে; যা আমি মোটেও কেয়ার করছি না। নির্বাচনের আগে এগুলো হয়। এতে অসুবিধা নেই। এর আগে আট বছর সেন্সর বোর্ডে আমি ছিলাম। চিঠিতে সে সময়কার অনেক বিষয় তুলে এনেছেন। তখনকার বিষয়গুলো এতদিন পরে সমালোচনা কেন? তখন যদি কোনো অন্যায় করে থাকি তখন কেন বলেননি। এখন বলছেন। এতে বোঝা যায় তাদের উদ্দেশ্য কী?’

তবে বেনামে ওই চিঠির ব্যাপারে পরিচালক সমিতির বর্তমান সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু একটি নোটিশ টানিয়েছেন। যাতে এ চিত্রনির্মাতা এ চিঠির সঙ্গে পরিচালক সমিতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। -যুগান্তর।
১১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে