শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৫:০১:৫৩

হিলারির হার: আবেগ ধরে রাখতে পারেননি এ কণ্ঠশিল্পী, কাঁদলেন অঝোরে

হিলারির হার: আবেগ ধরে রাখতে পারেননি এ কণ্ঠশিল্পী, কাঁদলেন অঝোরে

বিনোদন ডেস্ক: গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

আর এই নির্বাচিনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি জিততে না পারায় আবেগ ধরে রাখতে পারেননি মার্কিন কণ্ঠশিল্পী মাইলি সাইরাস। কাঁদলেন কান্না হিলারি জিততে না পারায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলেন মাইলি। সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, আমি এখনও মনে করি, হিলারির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। এত জোরদার লড়াই চালিয়েছিলেন উনি! দেশের প্রতি তার ভালোবাসাটাকেও বিশ্বাস করি আমি।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটাকে মেনে নিয়েছেন মাইলি। 'কিন্তু প্লিজ, মানুষকে ভালোবাসুন। সহমর্মিতা দেখান। সম্মান করুন। আমিও তাহলে আপনাকে সম্মান করব' ট্রাম্পকে বলেছেন তিনি। ইন্সটাগ্রামেও দুঃখী মুখে ছবি পোস্ট করেছেন।

ট্রাম্পের জয়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন রিহানা, কেটি পেরি, জেসিকা অ্যালবাও। লেডি গাগা আবার ট্রাম্প টাওয়ারের বাইরেই বিক্ষোভ জানিয়েছেন। পুনরায় ভোট গণনার আবেদন তুলেছেন লিন্ডসে লোহান।
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে