শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০১:৪৭:৫২

প্রিয়জনের জন্য দীপিকার উপহার

প্রিয়জনের জন্য দীপিকার উপহার

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১০ সালে মুম্বাইয়ে ১৬ কোটি রুপি ব্যয়ে অ্যাপার্টমেন্ট কিনেন তিনি। এবার ৪০ কোটি রুপি দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন এই অভিনেত্রী। তবে নিজের জন্য নয়, তার প্রিয় মানুষের জন্য।

ভারতীয় গণমাধ্যমরে খবরে বলা হয়েছে, দীপিকা মুম্বাইয়ের ৪ বিএইচকে টাওয়ারে ২৬ ফ্লোরে অনেক আগেই অ্যাপার্টমেন্ট কিনেছেন। এবার একই টাওয়ারের ৩০ ফ্লোরে আরেকটি অ্যাপার্টমেন্ট বুক করেছেন এই অভিনেত্রী। যার মূল্য ৪০ কোটি রুপি। এটি উপহার স্বরূপ তার প্রিয় মানুষকে দিয়েছেন। তবে প্রিয় মানুষটি রণবীর সিং নয় তার বাবা প্রকাশ পাড়ুকোন।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, অ্যাপার্টমেন্টটি অনেক সুন্দর। যেখানে সুইমিং পুল, ব্যাডমিন্টন এবং স্কোয়াশ কোর্ট রয়েছে।

দীপিকা পাড়ুকোন বর্তমানে হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া সঞ্জয়লীলা বানসালির পদ্মাবতী সিনেমার শুটিং শুরু করেছেন।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে