শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০২:২৮:০৪

সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি, রুপার পাখি’

সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি, রুপার পাখি’

বিনোদন ডেস্ক: সব কাজ শেষ, এখন প্রচারের অপেক্ষায় সালাউদ্দিন লাভলুর নতুন নাটক ‘সোনার পাখি, রুপার পাখি’। 

তবে জানা গেছে, সব ঠিক থাকলেই আজ (শনিবার) থেকে প্রচার হবে ‘সোনার পাখি, রুপার পাখি’ নতুন ধারাবাহিক এই নাটকটি।  প্রতি সপ্তাহে শনি ও রোববার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘সোনার পাখি রুপার পাখি’। 

একটি পারিবারিক গল্প থেকেই নাট্যরুপ দিয়েছেন নির্মাতা লাভলু।  গ্রামীণ জীবনের পারিবারিক বন্ধন ও মায়া-মমতার সম্পর্ক এখানে দেখা যাবে।  

একটি যৌথ পরিবারের মাধ্যমে মূল চরিত্রগুলোর শৈশব, কৈশোরকে তুলে আনার চেষ্টা করা হয়েছে ‘সোনার পাখি, রুপার পাখি’ এই নাটকে।  

নতুনদের পাশাপাশি সেরা নাচিয়ের দুজন শিল্পী এতে অভিনয় করেছেন।এই নাটকে।  ‘সোনার পাখি রুপার পাখি’তে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, নিলয় আলমগীর, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শাহরিয়ার, শাহনাজ সুমী, জোহরা ইতিপা, সোমা সজল, তানভির লিমন, মনিষা সিকদার।  
১২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে