শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১০:৩১:১২

মেয়েটি এখন কোথায় যাবে?

মেয়েটি এখন কোথায় যাবে?

বিনোদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার নৌকায় পা দিয়ে দু’টি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে নায়িকা খেতাব পেয়েছেন জলি। তাই এতদিন যৌথ প্রযোজনার নায়িকার খেতাব নিয়ে সমালোচনা শুনতে হয়েছে তাকে।

তবে এবার ভিন্ন খবর দিলেন তিনি। প্রথমবারের মতো যৌথ প্রযোজনার বাইরে শুধু দেশীয় প্রযোজনার ব্যানারে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ছবির নাম ঠিক করা হয়েছে, মেয়েটি এখন কোথায় যাবে?। গল্পকার ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে নির্মিত ছবিটির পরিচালনা করবেন নাদের চৌধুরী। এ ছবিতে নায়িকা জলির বিপরীতে রয়েছেন শাহরিয়াজ। সদ্য শুটিং শেষে ভোলা থেকে ঢাকায় ফিরেছে এ নায়িকা।
 
ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ প্রসঙ্গে জলি বলেন, আমি মনে করি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য প্রমাণ করেই থাকতে হবে। আর এজন্য প্রধান অস্ত্র হচ্ছে অভিনয়।

যা আয়ত্ব করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর্টফিল্মে যেহেতু অভিনয়ের সুযোগ বেশি থাকে তাই এ ছবিটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করি টিকে থাকার লড়াইয়ে আমি জয়ী হব। এ জন্য চাই দর্শকদের সহায়তা।
 ১২ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে