রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১১:০০:৩৬

বিখ্যাত নায়িকা সাবর্ণা কি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন?

বিখ্যাত নায়িকা সাবর্ণা কি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন?

বিনোদন ডেস্ক : মারা গেলেন চেন্নাইয়ের বিখ্যাত অভিনেত্রী সাবর্ণা। গত পরশু চেন্নাইয়ে তাঁর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। চেন্নাইয়ের মধুরাভয়ালের একটি ফ্ল্যাটে থাকতেন সাবর্ণা। তিনদিন পরে তাঁর মৃতদেহ অবিষ্কৃত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শোনা গেছে, অনেক ধারাবাহিকের সুযোগ তাঁর হাতছাড়া হয়েছিল। এছাড়াও ব্যক্তিগত কিছু কারণও ছিল। তবে সাবর্ণা আত্মহত্যা করেছেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। কারণ তাঁর ঘর থেকে এখনও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

ভারতের সান মিউজিকে উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন সাবর্ণা। এরপর তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। বিভিন্ন ধারাবাহিকে তাঁকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বিভিন্ন সিনে অ্যাওয়ার্ড সেরেমনিতে হোস্ট হিসেবেও অংশ নেন তিনি। কলিউডে (তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি) একাধিক ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। আয়ুদ্ধাম সেইভম (Aayudham Seivom), কালাই (Kaalai), পুজাই (Poojai)-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন।
১৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে