রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১১:১০:২৯

নতুন লুকে শাকিব খান

নতুন লুকে শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। জাজ ও এসকে মুভিজের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন এই ঢাকাই ছবির তারকা। দ্রুত চেঞ্জ করে ফেলেন নিজের লুক।  পরিশ্রম কি না পারে? শাকিব টানা পরিশ্রম করে নিজের ফিগার আকর্ষণীয় করতে সক্ষম হন। 'শিকারী' ছবির মাধ্যমে শাকিব নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। ভক্তরাও মুগ্ধ হন শাকিবের নতুন চেহারায়। শিকারী ছবিটিও গত রোজার ঈদে এ দেশের শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নেয়।

এর পরই শুভশ্রীর সাথে নতুন একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হন। নবাব নামের এই ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের ১৬ তারিখ থেকে। কক্সবাজারে প্রথম ধাপের শুটিং এর জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সব খবরই পুরাতন তবে নতুন খবর হলো নবাবেও পালটে যাচ্ছেন শাকিব।

শাকিব যে আসলেই কিং তা তিনি ভেঙেচুরে দেখাতে চান। আর ছবির গল্পও হয়ত তাই চায়। তাই নিজেকে বদলে ফেলা। যৌথ প্রযোজনার ছবি 'নবাব' এর জন্য নতুন লুক তৈরি করছিলেন তিনি। ওজনও কমিয়েছেন ১০ কেজি। ১৫ নভেম্বর কক্সবাজারে শুরু হবে বাবা যাদব ও আব্দুল আজিজের এই ছবির শুটিং। -কালের কন্ঠ।
১৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে