রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০২:৪৭:৩২

বিয়ে করতে চান না প্রিয়াঙ্কা! জানেন কেন?

বিয়ে করতে চান না প্রিয়াঙ্কা! জানেন কেন?

বিনোদন ডেস্ক: বলিউডের অনেক পুরনো নায়িকাই বিয়েটা সেরে ফেলেছেন। যাঁরা বাকি আছেন, তাঁদের বিয়ে নিয়েও বলিউডে নানারকম খবর রয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া?

আপনার কি মনে হচ্ছে তিনিও খুব শীঘ্রই বিয়েটা সারতে চলেছেন? তাহলে খুব ভুল ভাবছেন। বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া মোটেই খুব শীঘ্রই বিয়ে করছেন না। অন্তত তাঁর মা এমনটাই জানিয়েছেন। কিন্তু কেন?

সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কীনা এমনই প্রশ্ন করা হয়েছিল ‘দেশী’ গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার মা ডা. মধু চোপড়াকে। তিনি বললেন, ‘প্রিয়াঙ্কার এমন মনোভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। আমিও ওকে বিয়ের কথা বলেছিলাম।  

কিন্তু ও আমাকে বোঝায় যে, ও এখন খুবই ভালো আছে। খুশিতে আছে। এরপর আমাকে জিজ্ঞাসা করে যে, আমি কি এই উত্তরে দুঃখ পেলাম। তখন আমি বলি যে, না। তখন ও বলে যে, তাহলে আমাকে এখন এই সব বিষয় থেকে রেহাই দাও। তুমি পাশে থাকো, তাহলেই আমি সব চিন্তা থেকে মুক্তি পাবো।

ইতিমধ্যেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড টেলিভিশন সিরিয়াল ’কোয়ান্টিকো’ প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে। এখন তিনি ‘বেওয়াচ’ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। -জি নিউজ
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে