রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৬:০৭:০৫

জনপ্রিয় অভিনেত্রী রেখার রহস্যজনক মৃত্যু!

জনপ্রিয় অভিনেত্রী রেখার রহস্যজনক মৃত্যু!

বিনোদন ডেস্ক: তিরুবনন্তপুরম: জনপ্রিয় মালায়ালি অভিনেত্রী রেখা মোহনের দেহ উদ্ধার করা হল তাঁরই ফ্ল্যাট থেকে৷

রুপোলি পর্দা থেকে ছোট পর্দাতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি৷ ৪৫ বছর বর্ষীয়া এই অভিনেত্রী মামুত্তি থেকে মোহনলাল, এমনই প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন৷

ভায়ুর পুলিশ স্টেশন থেকে জানা গিয়েছে, অভিনেত্রীর ফ্ল্যাট থেকেই তাঁর দেহ পাওয়া যায়৷ তাঁর স্বামী বাইরে থাকেন৷ রেখার সঙ্গে তার কোনও রকম যোগাযোগ হয়ে ওঠেনি৷ পুলিশ দরজা খুলে তাঁর দেহ উদ্ধার করে৷ একটি কেস ফাইল করা হয়েছে৷ সঙ্গে তাঁর দেহও অটোপসির জন্য পাঠানো হয়েছে৷
ঘটনার তদন্ত চলছে৷-কলকাতা২৪
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে