বিনোদন ডেস্ক: নি়জে থাকেন, দক্ষিণ মুম্বইয়ের এক পেল্লাই এক বহুতলে। চার বিএইচকে’র সেই ফ্ল্যাটটির দাম মাত্র ১৬কোটি। এখানেই শেষ নয়। ‘মস্তানি’ এবার আরও এক ধাপ এগিয়ে। সেই অ্যাপার্টমেন্টই আরও একটি ফ্ল্যাট কিনলেন তিনি। ফ্ল্যাট নম্বর ৩০০১, তা-ও আবার সেটি ৩০ তলায়। তবে নিজের জন্যে নয় কিন্তু। তাঁর ‘প্রিয় মানুষটি’র জন্য। কে তিনি?
তিনি রণবীর নয়। দীপিকা ৪০ কোটির এই ফ্ল্যাট উপহার দিলেন বাবা প্রকাশ পাড়ুকোনকে। মেয়েকে দেখতে প্রায়শই মুম্বই আসে তাঁর পুরো পরিবার। তাঁর সঙ্গে পরিবার যাতে একই অ্যাপার্টমেন্টে থাকতে পারেন সে কারণেই ফ্ল্যাট কেনা বলে নায়িকার ঘনিষ্ঠমহল সূত্র খবর।-আনন্দবাজার
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস