রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৬:৫৩:৩৩

সনদসহ ছাড়পত্র পেলো সানি লিওনের ‘ডংরি কা রাজা’

সনদসহ ছাড়পত্র পেলো সানি লিওনের ‘ডংরি কা রাজা’

বিনোদন ডেস্ক: বলিউডের আইটেম কন্যা সানি লিওনের গান মানেই উত্তেজনা ভরপুর। এবারও তার ব্যত্যয় ঘটেনি। নতুন ছবি ‘ডংরি কা রাজা’-তে অনেকর মতোই হাজির হয়েছেন এ নায়িকা।

বিশেষ করে ছবির ‘ব্লকবাস্টার চোলি’ শীর্ষক গানটিতে তার উপস্থিতি দারুণ রকমের। জানা গেছে, এতে অংশ নেয়ার জন্য সানি লিওনকে ৪০ লাখ রুপি দিয়েছেন নির্মাতারা।

আর সেন্সর বোর্ডে জমা দেয়ার ক্ষেত্রে এ গানের একটি দৃশ্যও কাটতে চাননি তারা। একটি সূত্র জানিয়েছে, সানির ‘ব্লকবাস্টার চোলি’ নিজেদের ছবির লক্ষ্যণীয় বিষয় উল্লেখ করে এতে কাঁচি না চালানোর জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়েছেন নির্মাতারা।

তাদের কথা রেখেছে সেন্সর বোর্ড। ফলে কাঁচি থেকে বেঁচে গেছেন সানি লিওন। কোনো কাটছাট ছাড়াই ‘এ’ সনদসহ ছাড়পত্র পেলো তার ‘ডংরি কা রাজা’ ছবিটি।
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে