সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৯:১১:০১

প্রেমের সম্পর্কের ইতি টেনে এ কি বললেন মিমি!

প্রেমের সম্পর্কের ইতি টেনে এ কি বললেন মিমি!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘ চার বছর নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম করেছেন তিনি। সম্প্রতি তারা প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন। এ নিয়ে টলিপাড়াতেও চর্চা কম হয়নি।

রাজ-মিমের বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন রাজ। কিন্তু একদমই নীরব ছিলেন মিমি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মিমি চক্রবর্তী। এ সময় তাদের সম্পর্ক নিয়ে নানা কথাই বলেছেন তিনি।

এ সময় মিমি বলেন, ‘আমি যে মানুষটাকে চিনতাম, যার সঙ্গে আমার চার বছরের সম্পর্ক ছিল, সেই মানুষটার সঙ্গে ওই টোনে কথা বলা রাজ চক্রবর্তীকে আমি মেলাতে পারিনি। তখন আমার ভয়েস মেসেজ, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু মিডিয়ার সামনে ছিল। কিন্তু আমি ভয়ানকভাবে ব্যর্থ।’

এ সময় মিমিকে প্রশ্ন করা হয় আপনি কি একা একা কাঁদেন? এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘কাঁদি। তবে মা-বাবার সামনে কাঁদি না কিন্তু একা থাকলে কাঁদি। কোনো দিন বলিনি। আমি যখন কাঁদি তখন মিউজিক সিস্টেমের ভলিউম ম্যাক্সিমাম করে দিই। আমি কাঁদছি কেউ তা কেউ শুনুক আমি চাই না। আমার সঙ্গে তখন শুধু চিকু, আমার ল্যাব্রাডর থাকে। ওর সামনে কাঁদতে ভয় করে না কারণ ও জাজমেন্টাল নয়। আমি চাই না, আমার ইমোশনাল দিকটা কেউ দেখুক। আই অ্যাম আ স্ট্রং, স্ট্রং গার্ল। আমি কাঁদছি, চাই না তা কেউ দেখুক।’

‘আমি আরো কিছু কথা বলি। আমি আপনাকে চিনি। আপনি আমাকে। আপনি আমার নামে নানা বাজে কথা বলছেন, এ কথা আমি শুনলাম। কিন্তু আমি যেহেতু আপনাকে চিনি, আমি চাইব আপনার সঙ্গে বসে সেই কথাগুলো ক্ল্যারিফাই করতে। রাজের সঙ্গে বসে এই কথাটা আমার আর হয়নি। সেখানে কিছু মিডলম্যান এসে বলল, মিমি খারাপ। আর রাজ মেনে নিলো মিমি খারাপ! ’ বলেন মিমি।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে