বিনোদন ডেস্ক : এখন নায়িকার বক্তব্য, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি শুধু শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
সোনম কপূর রেগে রয়েছেন তাঁর উপর! তাই নায়িকার মান ভাঙানোর জন্য তাঁকে ফোন করলেন শাহরুখ।
আনন্দ এল রাইয়ের ছবিতে শাহরুখের বিপরীতে কাজ করতে চেয়েছিলেন সোনম। পরিচালকও রাজি ছিলেন। কিন্তু শাহরুখ উৎসাহ দেখাননি। তাতেই চটে গিয়েছিলেন নায়িকা! কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়ে শাহরুখের প্রতি অসন্তোষ প্রকাশ করেন সোনম। তাঁর এই মন্তব্যে খুবই অবাক হয়েছেন শাহরুখ।
নায়িকার কাছে বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য ফোনও করে ফেলেন নায়ক! তবে এখন সোনমের বক্তব্য, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি শুধু শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শাহরুখকে ফোনে একই কথা বলেছেন নায়িকা। জানিয়েছেন, তাঁর কথাকে অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হচ্ছে। অথচ সাক্ষাৎকারে কিন্তু ব্যাপারটা নিয়ে বিমর্ষই ছিলেন তিনি! -এবেলা।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম