বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজেকে ভিন্ন আঙ্গিকে ক্যামেরার সামনে উপস্থাপনা করতে দক্ষ তিনি। ইতিমধ্যে অনেক রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘পোস্ত’ শিরোনামের নতুন একটি সিনেমায় এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করবেন শিবপ্রসাদ মুখার্জি।
এতে মিমি ছাড়াও আরও অভিনয় করবেন সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান ব্যানার্জি, সোহিনী সেনগুপ্ত প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে এবং আগামী বছর মে মাসের দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানান।
উল্লেখ্য, ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবি দিয়ে টলিউডে অভিষেক ঘটে মিমির। তারপর একই বছর মুক্তি পায় তার অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ শিরোনামের সিনেমাটি। মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গ্যাংস্টার’।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম