সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ১২:৪২:৩৯

রানির কেরিয়ার তৈরি করেছি, বিস্ফোরক দাবি টুইঙ্কলের

রানির কেরিয়ার তৈরি করেছি, বিস্ফোরক দাবি টুইঙ্কলের

বিনোদন ডেস্ক: বলিউডে অভিনয় দক্ষতার জোরে নিজের জায়গা করে নিয়েছেন রানি মুখোপাধ্যায়। কিন্তু তাঁর কেরিয়ার তৈরির নেপথ্যে রয়েছেন অন্য এক নায়িকা! শুনতে অবাক লাগলেও এটাই নাকি সত্যি। আর এ কথা অন ক্যামেরা স্বীকার করলেন সেই নায়িকা অর্থাত্ টুইঙ্কল খন্না!

‘কফি উইথ কর্ণ’তে গিয়ে সম্প্রতি টুইঙ্কল বলেছেন, ‘‘আমিই রানি মুখোপাধ্যায়ের কেরিয়ার তৈরি করেছি।’’ কিন্তু কী ভাবে? টুইঙ্কল বলেন, ‘‘আমার কেরিয়ারে একটাই হিট ছবি হতে পারত, যেটা আমি অফার পেয়েও রাজি হইনি। আর সেটা হল কুছ কুছ হোতা হ্যায়।’’ তা হলেই বলুন, রানির কেরিয়ার কি টুইঙ্কল তৈরি করেননি? ওই ছবি দিয়েই তো রানিকে চিনলেন জাতীয় দর্শক।

বি-টাউনে তাঁর সেন্স অফ হিউমারের জন্য বিখ্যাত টুইঙ্কল। এ কথা বলার পর কর্ণ ব্যখ্যা দেন, ‘‘আমি কুছ কুছ হোতা হ্যায়-এ স্ক্রিপ্ট শোনানোর পর টুইঙ্কল তিন দিন সময় চেয়েছিল ভাবার জন্য। তিন দিন পর ফোন করে বলে যেখানে শাহরুখ-কাজল রয়েছে সেখানে আমাকে কে দেখবে? আমি করব না এটা। আমি সত্যিই বেশ দুঃখ পেয়েছিলাম। কারণ ওই ছবিটার জন্য আমি টুইঙ্কলকেই চেয়েছিলাম।’’

এর পর হাসতে হাসতে নায়িকা বলেন, ‘‘আমি খুব খারাপ অভিনেত্রী ছিলাম। ‘মেলা’তে আমার খারাপ অভিনয়ের জন্যই সকলে আমাকে মনে রাখবে।’’-আনন্দবাজার
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে