বিনোদন ডেস্ক : মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়মিত দেখি আমরা। নানা অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখায় যায় মেয়ের হাত ধরে চলছেন, কখনও মেয়ে তাঁর কোলে।
দিনদুয়েক আগে দিল্লি এসেছিলেন ঐশ্বর্যা, বিখ্যাত একটি ঘড়ির দোকানের উদ্বোধনে। শনিবার রাতে বিমানবন্দরে আসেন তিনি, মুম্বইয়ের বিমান ধরতে। কোলে ছোট্ট ঘুমন্ত কন্যা।
একদিন আগে মা-মেয়ে যখন দিল্লি এসেছিলেন, তখন আরাধ্যা দিব্যি হাসছিল। কিন্তু ফেরার বিমান রাতে থাকায় ঘুমিয়ে পড়ে সে। -এবিপি আনন্দ।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম