সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০২:০৯:৫১

সাইমনের সঙ্গে নায়িকা মাহির প্রেম!

সাইমনের সঙ্গে নায়িকা মাহির প্রেম!

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসর কাটিয়ে এবার নতুন চমক নিয়ে চলচ্চিত্র জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সদ্য বিবাহিত এই নায়িকা। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় ছবিটির নাম 'গোলাপতলীর কাজল'।

গ্রামীণ জীবনের পটভূমির ওপর নির্মিতব্য ছবিটির শুটিং হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এ ছবিটিতে মাহির চরিত্রটির নাম 'মায়া'। ছবিটিতে নায়িকা মাহির প্রেমিক হিসেবে দেখা যাবে অভিনেতা সাইমন সাদিককে। 'গোলাপতলীর কাজল' ছবিতে তারা দুইজনই প্রেম রসায়নে অভিনয় করবেন ।

এ উপলক্ষে গত শুক্রবার গাজীপুরের একটি শুটিং স্পটে ছবিটির জন্য চুক্তি স্বাক্ষর করেন সাইমন। আর মাহি বেশ কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটিতে।

উল্লেখ্য,দারুন ব্যবসাসফল ছবি ”পোড়ামন” এর পর এই জুটি কিছুদিন আগেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ”ইফতেখার” ছবিতে জুটি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
১৪ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে