সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ১১:১৪:২৮

এবার ভোটের ময়দানে আইটেম নম্বর রাখি সাওয়ান্ত!

এবার ভোটের ময়দানে আইটেম নম্বর রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক : আইটেম নম্বরে তো হিট৷ তবে কি এবার ভোটমঞ্চও কাঁপাবেন তিনি? আইটেম গার্ল রাখি সাওয়ান্ত সম্পর্কে অন্তত এমনই শোনা যাচ্ছে৷ ভারতে আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মায়াবতীর বিরুদ্ধে রিপাবলিকান পার্টির হাতিয়ার হতে চলেছেন রাখি সাওয়ান্ত৷

তাও আবার খোদ বিএসপি সুপ্রিমোর বিরুদ্ধে প্রার্থী হয়ে৷ রাখির ভোটে দাঁড়ানোর কথা কিন্তু গুজব নয়৷ রবিবার রাখি সাওয়ান্তকে প্রার্থী করার কথা জানিয়েছেন খোদ রিপাবলিকান পার্টির প্রধান তথা ভারত সরকারের মন্ত্রী রামদাস আতাওয়ালে৷

উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ছে রিপাবলিকান পার্টি৷ যদিও তার বিরুদ্ধে রাখির নির্বাচনে লড়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিএসপি সুপ্রিমো৷

আতাওয়ালে জানান, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ার কথাই ঠিক হয়েছে৷ তবে কোনওভাবে বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্তে নড়চড় হলে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২০০টি আসনেই তার দল প্রার্থী দিতে তৈরি বলে জানান আতাওয়ালে৷
১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে