মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ১২:২৮:১১

এখনও উভয়কে এড়িয়ে চলছেন ক্যাটরিনা-দীপিকা

এখনও উভয়কে এড়িয়ে চলছেন ক্যাটরিনা-দীপিকা

বিনোদন ডেস্ক: রণবীর ক্যাটরিনার প্রেম ছিল যখন, তখন থেকেই দীপিকা-ক্যাটরিনার নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখেন। এখন ক্যাটরিনার সঙ্গে রণবীর নেই, তবুও এখনও ‘‌কোল্ড ওয়ার’ থামেনি দু’‌জনের মধ্যে।

শনিবার ছিল লাক্স গোল্ডেন রোড অ্যাওয়ার্ডস শো। সেখানে অনুষ্ঠান করেছেন ক্যাটরিনা ও দীপিকা। কিন্তু দু’‌জনেই চোখে লাগার মত দূরত্ব রেখেছেন গোটা অনুষ্ঠান জুড়েই। ক্যাটরিনার ‘‌কালা চশমা’‌ গানটিতে নাচের অনুষ্ঠান করার ছিল।

অনুষ্ঠানে দীপিকা হাজির হয়েছিলেন বেশ সকাল সকালই। কিন্তু ক্যাটরিনা এলেন অনেকটা দেরিতে। এসেই সোজা উঠে গেলেন মঞ্চে। গানের সঙ্গে একটা ছোট্ট পারফর্মেন্স। তাঁকে সম্মান জানানো হল। তারপর মঞ্চ থেকে নেমে সোজা বেরিয়ে গেলেন ক্যাটরিনা। কথা তো দূর, আলাদা করে সৌজন্য বিনিময়টুকু করলেন না। দীপিকাও এগিয়ে জাননি। বসেছিলেন আগাগোড়া।

নাচের পর হাততালিও দিলেন। কিন্তু কথা বলার দিকে এগোলেন না। একসঙ্গে মঞ্চে যখন দাঁড়িয়ে ছিলেন ক্যাট দীপিকা, তখন চোখে পড়ার মত কিছু না করলেও, দু’জনেই যে এড়াতে চাইছেন মুখোমুখি দেখা হওয়াটা, সেটা বোঝা গেল পরিষ্কার। কিন্তু এখনও কিসের সমস্যা এঁদের, বোঝা মুশকিল।‌-আজকাল

১৫ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে