মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ০১:২২:২৪

অন্তরঙ্গ দৃশ্যে আমার কোন আপত্তি নাই : মিমি

অন্তরঙ্গ দৃশ্যে আমার কোন আপত্তি নাই : মিমি

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজেকে ভিন্ন আঙ্গিকে ক্যামেরার সামনে উপস্থাপনা করতে দক্ষ তিনি। ইতিমধ্যে অনেক রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

মিমি চক্রবর্তী জানিয়েছেন, এক সময় অন্তরঙ্গ দৃশ্যে আমার একটু সমস্যা ছিল। বোল্ড দৃশ্য না করার জন্য শাসন-বারণও ছিল। তবে এখন আমি বাবা-মাকে বুঝাতে পেরেছি যে, আমি একজন অভিনেত্রী। আমাকে চিত্র্যনাট্যের দাবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতে পারে।

এরপর তিনি বলো, মা-বাবা বুঝতে পেরেছেন। তাই এখন আর বোল্ড দৃশ্যে অভিনয়ে কোনো সমস্যা নেই। এখন খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আমরা আর কোনো আপত্তি রইল না। এখন থেকে নিজের মতো করে অভিনয়ের প্রয়োজনে কাজ করে যাব আমি।

মিমি আরো বলেন, আমার অভিনয়ে রাজের কোনো সীমাবদ্ধতা ছিল না। আমার বাবা-মায়ের পক্ষ থেকেই অভিনয়ে সীমাবদ্ধতা ছিল।

মিমি চক্রবর্তীর এই কথায় বুঝা গেল, ভবিষ্যতে রূপালী পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কচ্ছেদের পর প্রথম বারের মতো খোলামেলা কথাবার্তায় এমনটাই জানিয়ে দিলেন দিলেন মিমি।

১৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে