বিনোদন ডেস্ক : ছোটবেলায় স্কুলে ঘুমিয়ে পড়ার 'অপরাধে' শাস্তি পেতে হয়েছিল আলিয়া ভাটকে। এক সপ্তাহ ধরে ক্লাসরুমের ডেস্ক পরিস্কার করতে হয়েছিল তাকে!
ভারতের মুম্বাইয়ে কিছু পিছিয়ে পড়া শিশুর সঙ্গে শিশুদিবস পালন করলেন আলিয়া। সেই ফাঁকে সেরে নিলেন 'ডিয়ার জিন্দেগি'র প্রচারও। সেখানে নায়িকা ফিরে গেলেন নিজের ছোটবেলায়। শোনালেন স্কুলবেলার মজার গল্প।
স্কুলে গিয়ে নাকি প্রায়ই ঘুমিয়ে পড়তেন আলিয়া। মাঝেমধ্যে স্কুলের বাথরুমে গিয়ে লুকিয়েও ঘুমাতেন! একদিন ধরা পড়েছিলেন ক্লাসটিচারের কাছে! ‘তারপর টানা এক সপ্তাহ ধরে ক্লাসের ডেস্ক মোছার শাস্তি দেওয়া হয়েছিল আমায়! তোমরা কেউ কখনও ক্লাসে ঘুমিও না যেন!’ বাচ্চাদের বললেন আলিয়া।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম