বিনোদন ডেস্ক : সাধারণত একাধিক চরিত্রে একজন শিল্পী হাজির হন। সঙ্গে থাকে মেকআপ নিয়ে নানা বয়সের উপস্থাপন। তবে দীর্ঘ ধারাবাহিকে এর ব্যতিক্রমও হয়। এবার যেমন নাটকের একটি চরিত্রের জন্য প্রস্তুত তিন অভিনেত্রী। নাটকের নাম ‘বৃষ্টিদের বাড়ি’।
এখানে নাম ভূমিকায় দেখা যাবে তিনজনকে। তৃতীয়জন এখনও চূড়ান্ত হননি। বাকি দুজন হলেন মৌসুমী হামিদ ও নাদিয়া।
এর গল্পটি এমন- বাড়ির বড় মেয়ের নাম বৃষ্টি। এখন সে এ বাড়িতে থাকে না। প্রায় তিরিশ বছর আগে, আশ্বিন মাসের এক দুপুর বেলা, মাত্র ১২ বছর বয়সে, বাবার সঙ্গে অভিমান করে কোথায় যে চলে যায় বৃষ্টি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে এ বাড়ির পরিচয় বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়ির গল্পে সবাই আছে, শুধু বৃষ্টি নেই। তার অনেকদিন পর আবার ফিরবেন একজন মহিলা।
মাসুম শাহরিয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ০৯টা ৫মিনিটে।
পরিচালক জানালেন, তৃতীয় চরিত্রটি নাটকের শেষের দিকে উপস্থিত হবেন। তার দৃশ্যধারণ এখনও হয়নি।
‘বৃষ্টিদের বাড়ি’ আজ (মঙ্গলবার) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ড. ইনামূল হক, চঞ্চল চৌধুরী, নাঈম, শবনম ফারিয়া, ফারুক আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, নোভা, সুজাত শিমূল, সুজন, জোহান প্রমুখ। -বাংলা ট্রিবিউন।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম