বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়িকা রানি মুখার্জি। কিন্তু তার ক্যারিয়ারের নেপথ্যে নাকি রয়েছেন অন্য এক নায়িকা! অন্তত ক্যামেরার সামনে তাই জানালেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না! ‘কফি উইদ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে টুইঙ্কেল বলেন, ‘আমিই রানির ক্যারিয়ার তৈরি করে দিয়েছি।’
তার ভাষায়, ‘আমার ক্যারিয়ারে একটাই হিট ছবি হতে পারত, যেটাতে আমি প্রস্তাব পেয়েও রাজি হইনি। আর সেটি হচ্ছে, কুছ কুছ হোতা হ্যায়।’ ওই ছবি দিয়েই রানিকে চেনেন দর্শকরা। সাদরে তাকে গ্রহণ করে বলিউড পাড়া।
টুইঙ্কেল খান্নার মন্তব্যের পর অবশ্য একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন করণ জোহর। তিনি বলেন, ‘‘আমি টুইঙ্কেলকে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পাণ্ডুলিপি শুনিয়েছিলাম। এটি শোনার পর টুইঙ্কেল ভাবার জন্য আমার কাছে তিন দিন সময় চান। তিন দিন পর তিনি ফোনে জানান, যেখানে শাহরুখ-কাজল রয়েছে সেখানে আমাকে কে দেখবে? এ কাজ আমি করবো না। আমি সত্যিই বেশ দুঃখ পেয়েছিলাম। কারণ ওই ছবিটার জন্য আমি টুইঙ্কেলকেই চেয়েছিলাম।’
এরপর সহাস্যে করণের কথার জবাব দেন হাস্যরসাত্মক মন্তব্যের জন্য সুপরিচিত টুইঙ্কেল খান্না। তার ভাষায়, ‘‘আমি খুব বাজে অভিনেত্রী ছিলাম। ‘মেলা’তে আমার খারাপ অভিনয়ের জন্যই সবাই আমাকে মনে রাখবে।’’ -বাংলা ট্রিবিউন।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম